নকলায় ট্রাক চাপায় নাতী নিহত, নানী আহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় পণ্যবাহী ট্রাক চাপায় মো. তাকরিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির নানী সিন্দুরী বেগম (৬০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকায় ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। নিহত তাকরিম উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকার রেফাজ উদ্দিনের ছেলে এবং ৫ ভাই-বোনের মধ্যে সে একমাত্র ভাই ও সবার ছোট ছিল। আর আহত সিন্দুরী বেগম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী এবং নিহতের নানী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকরিম রাস্তার ওপারে তার নানীর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় নালিতাবাড়ী থেকে শেরপুর গামী পণ্যবাহী একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতীকে রক্ষা করতে গেলে নানী সিন্দুরী বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানিয়েছেন। Related posts:পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : তেজগাঁও জোনের ডিসি হারুনঅস্ট্রেলিয়াকে চরম লজ্জা দিয়ে শেষ ম্যাচ জয় টাইগারদেরনড়াইলে ৪৫ মিনিটেই করোনা পরীক্ষা, উদ্বোধন করলেন মাশরাফি Post Views: ৭৭ SHARES Uncategorized বিষয়: