কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজির বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের পুত্র মনিরুল মান্নান। নিহত অপর তিনজন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানও রয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আর আহত শিশুটিকে চট্টগ্রামে নেয়ার পথে মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা। অপর এক গুরুতর আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়। Related posts:দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছেই : আইজিপিসর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরেট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫ Post Views: ১৫১ SHARES সারা বাংলা বিষয়: