ভারতের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ অনলাইন ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। শনিবার ভারতকে ৬ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ব্যাট হাতে আলো ছড়ান। ২৪৭ রানের লক্ষ্যটা ৪৭ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছিল বাংলাদেশ।সাভার বিকেএসপি মাঠে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে হারায় বাংলাদেশ। ৯ বলে ১৪ রান করেন নাঈম। তবে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়ের ভিত গড়ে দেন। ৬৮ বলে ৭৩ রান করে আউট হন সৌম্য। ৭ চারের সঙ্গে ছক্কা হাঁকান ৩টি। অধিনায়ক শান্ত ৬ রানের জন্য শতক মিস করেন। ৮৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তিনি। আফিফ হোসেনের অপরাজিত ৩৪ রানে ৪২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানে অল আউট হয় ভারত। ১০৫ রান করেন আরমান জাফর। আরিয়ান জুয়েল করেন ৩৭। বিনয়ক গুপ্তার ব্যাট থেকে আসে ৪০ রান। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪ উইকেট নেন পেসার সুমন খান। এছাড়া তানভীর ইসলাম ও সৌম্য সরকার নেন ২টি করে উইকেট। স্পিনার মেহেদী হাসানের শিকার এক উইকেট। তবে ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করেন মেহেদী। Related posts:বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কারও নাম নেই : পাপনরাজধানীর ফার্মগেটে বাসচাপায় ক্রিকেটার নিহতসূচি প্রকাশ বিপিএলের, উদ্বোধনী ম্যাচে বরিশাল-রাজশাহীর লড়াই Post Views: ২০৯ SHARES খেলাধুলা বিষয়: