সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : নিষিদ্ধ পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় জামালপুরের সরিষাবাড়ীতে ১৫ নভেম্বর শুক্রবার দুপুরে পৌর শহরের বাউসী ও ভাটারা বাজারে এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পলিথিন ব্যাগ বিক্রির জন্য মজুদ রাখার অপরাধে দুই ব্যাবসায়ীকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিতের আদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত মনোহারী ব্যাবসায়ী বাছেদ মিয়া (৩১) তার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার দোকান তেকে সাড়ে সাত কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। অপর দিকে ভাটারা বাজারের স্বúন চন্দ্র ঘোষের(৩২) মিষ্টির দোকানে অভিযান চালিয়ে আঁধা কেজি পলিথিন উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পলিথিন বিক্রির জন্য মজুদ রাখার অপরাধে দুই দোকানীকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিতের নির্দেশ প্রদান করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ দুই ব্যাবসায়কে জেল হাজতে প্রেরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বলেন,পলিথিন মুক্তি সরিষাবাড়ী গড়তে এ অভিযান দেওয়া হয়।পলিথিন মজুদ রাখার অপরাধে দুই ব্যাবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে।