শেরপুর সরকারি কলেজে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার শেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ। ওইসময় তিনি বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্নভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। তরুণদের এই উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল উদ্দিনসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ মেলায় কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েকটি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে তুলে ধরা হয়েছে হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। Related posts:জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরে ভাতিজার আঘাতে চাচীর মৃত্যুশেরপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু’র ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র উদ্বোধননকলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ইউএনওকে সংবর্ধনা Post Views: ৫৬ SHARES শেরপুর বিষয়: