ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন। পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। Related posts:শিক্ষার্থীদের বাড়িতেই থাকার নির্দেশসরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে: ওবায়দুল কাদেরআগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রী Post Views: ৯৮ SHARES জাতীয় বিষয়: