দেশজুড়ে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সারাদেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ ছাত্র জনতা। এর প্রেক্ষিতে গাজীপুরে মোজাম্মেল বাহিনীর বিরুদ্ধে চলছে বিক্ষোভ। Related posts:মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তবিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূসসেপ্টেম্বর পর্যন্ত পেছাতে পারে এইচএসসি Post Views: ১০৬ SHARES জাতীয় বিষয়: