নালিতাবাড়ীতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩ মাস প্রশিক্ষণ শেষে ৮ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। (২০ মার্চ বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বাস্তবায়িত পারি নিরাপদ প্রকল্পের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা ফারজানা আক্তার ববি।

পারির প্রকল্প ম্যানেজার কমল পালের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।
জানা যায়, অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলে পরিবারে আয় বৃদ্ধি ও তাদের উপার্জিত আয় দিয়ে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ছেলেমেয়েদের পড়াশুনার খরচ বহনে সক্ষম হিসেবে গড়ে তুলতে ৮ জন অসহায় নারীকে ৩ মাসের প্রশিক্ষণের পর এই সেলাই মেশিন বিতরণ করা হয়