বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপো চত্বরে অনুষ্ঠিত বাস হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে আটটি বিআরটিসি বাস দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তাদের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, বিএনপিকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি আজ রবিবার সকালেই দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি। পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রবিবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। Related posts:‘কথামালার চাতুরি ছাড়া ফখরুলের আর কোনো সম্পদ নেই’জোটের সঙ্গেই নির্বাচন, সমন্বয় করা হবে মনোনয়ন: তথ্যমন্ত্রীকৃষক লীগের গঠনতন্ত্রের যেসব পরিবর্তন আসছে Post Views: ১৬৯ SHARES রাজনীতি বিষয়: