দল থেকে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল থেকে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, দলের পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে। সেখানে আমরা স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব উপহার দিয়েছি। এছাড়া ৭০ জেলা-উপজেলায় কমিটি হয়েছে। সেখানেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিআরটিসির মতিঝিল ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কাছে সারাদেশের অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’ Related posts:সিপাহী বিপ্লবের নামে জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করেছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীঅপকর্মের জন্য সঙ্গী খুঁজে বেড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদেরআমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন : শেখ হাসিনা Post Views: ২০১ SHARES রাজনীতি বিষয়: