নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১০ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) ভোরে অভিযান চালিয়ে পৌরশহরের কালিনগর বাইপাস এলাকা তাদের গ্রেফতার করার পর দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকার মৃত কালিপদ দাসের পুত্র স্বপন দাস (৪৫) ও পূর্ব রাস্তি এলাকার রাজু পেদার পুত্র রাকিব রকি পেদা (৪৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শহরের কালিনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।