অনুশীলনে তামিম, ক্রিকেটে ফেরার অপেক্ষায়

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

অনলাইন ডেস্ক : গত জুলাইয়ের পর থেকে তামিম ইকবাল ক্রিকেটে কিছুটা অনিয়মিত। জাতীয় দলের হয়ে শেষ দুই সিরিজে ছুটিতে ছিলেন জাতীয় দলের এই ওপেনার। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন। ভারতের মাটিতে ক্রিকেট সিরিজের সময়ও পারিবারিক কারণে ছুটিতে ছিলেন তামিম। এই দুই সিরিজের মাঝে অবশ্য জাতীয় ক্রিকেট লিগে একটি চার দিনের ম্যাচ খেলে ছিলেন। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সেটাই তামিমের একমাত্র প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ।

প্রায় ছ’মাসের ‘ব্রেক’ শেষে তামিম আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএলের জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সবার আগে ভাগে।



বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর বিসিবির ক্রিকেট একাডেমির নেটে ব্যাটিং অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেন। ছুটিকালীন সময়টায় তামিম ইকবাল একেবারে শুয়ে-বসে কাটিয়েছেন তাও কিন্তু নয়। ব্যক্তিগত ট্রেনারের সহায়তায় ফিটনেস নিয়ে এই সময়টা পার করেছেন তামিম। আর তাই লম্বা বিরতি সত্ত্বেও ক্রিকেট অনুশীলনে ফেরা তামিম ইকবালকে নেটে বেশ ঝরঝরে লাগছিল।

বঙ্গবন্ধু বিপিএলে তামিম ইকবাল খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। বিসিবিতে তামিমের অনুশীলন সেশনে ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও উপস্থিত ছিলেন।

তামিমের অনুশীলন এবং এবারের বিপিএল প্রসঙ্গে সালাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান- ‘এটা আসলে ঢাকা প্লাটুনের অনুশীলন না। বলা যেতে পারে তামিমের ব্যক্তিগত প্রাকটিস সেশন এটা। যেহেতু সামনে একটা টুর্নামেন্ট শুরু হবে, তাই প্রস্তুতি তো নিতেই হবে। আর তামিম তো অনেক দিন ধরে খেলার মধ্যে নেই। তাই তার জন্য অবশ্যই একটু বেশি সময় দেওয়া উচিত।’

বিশ্বকাপ ক্রিকেট ব্যাট হাতে তামিমের খুব একটা ভালো কাটেনি। শ্রীলঙ্কায় অধিনায়ক হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি মহাফ্লপ। সেই তিন ম্যাচে তার সাকুল্যে রান ২১। জাতীয় লিগের একটা ম্যাচ খেলেছেন। কিন্তু তেমন বড় রান নেই। অথচ তিনি দেশসেরা ওপেনিং ব্যাটসম্যান!

-তা তামিমের ব্যাটিংয়ে কোথায় সমস্যা?

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরো কিছু সময় চেয়েছেন বিপিএলে তামিমের কোচ মোহাম্মদ সালাউদ্দিন- ‘তামিম অনেক দিন পরে ব্যাট-বল হাতে নিয়েছে। আগে ব্যাটে-বলে ঠিক মতো লাগুক। তারপর না হয় কোথায় তার সমস্যা হচ্ছে বা আছে সেটা দেখা যাবে। তবে প্রথম দিন আজ দেখেই মনে হয়েছে তামিম খুবই ভালো অবস্থায় আছে। দু’একদিন অনুশীলনে থাকলেই পুরো রিদমে চলে আসতে পারবে।’