নালিতাবাড়ীতে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ জুন ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৭), উত্তর রানীগাঁও গ্রামের মৃত মফিজুল হকের পুত্র রতন মিয়া (২৫) ও রানীগাঁও গ্রামের শাহজাহান মিয়ার পুত্র সজিব মিয়া (২০)।
থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসীভিটা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুল ইসলাম, রতন মিয়া ও সজিব মিয়াকে আটক করে দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।