জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের তিনআনি বাজার কলেজ মোড়স্থ শহীদ মাহবুব চত্বর থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর পৌর পার্ক সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপি’ সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ ও সুধীবৃন্দসহ উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিকী ম্যারাথনটি অনুষ্ঠিত হয়।