জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, নাশকতার অভিযোগে তানিয়া আফরিনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পাথালিয়ার স্থানীয় আবাহনী নামে একজন বাসিন্দা জানান, তানিয়ার বাড়ি পাথালিয়ায় নয়। এটা তার স্বামীর নানাবাড়ি। তানিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্ক্যান্ডাল রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক বলেন, আটক তানিয়া আফরিনকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। Related posts:শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাইসাইকেল বিতরণচেক জালিয়াতির মামলায় বিএনপি নেতার কারাদণ্ডসরিষাবাড়ির হত্যা মামলার আসামি মাদারগঞ্জ থেকে গ্রেপ্তার Post Views: ৪ SHARES জামালপুর বিষয়: