বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সংশোধিত কমিটির অনুমোদন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোস্তকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলার শাখার সংশোধিত কমিটিতে ফখরুল হাসানকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে। ২৩ নভেম্্বর বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি মোতালেব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিয়ম বর্হিভুতভাবে বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোস্তকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলার শাখার কমিটি অনুমোদন করা হলে, বিষয়টি কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেত্রীবৃন্দের নজরে আসে। পরে ২৩ নভেম্্বর কেন্দ্রিয় কমিটির বিশেষ এক সভায় ফখরুল হাসানকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা শাখার সংশোধিত কমিটি অনুমোদন দেয়া হয়।প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে প্রচলিত শ্রম আইন ও গঠনতন্ত্র মোতাবেক শেরপুর জেলার সকল প্রকার ট্রাক বন্দোবস্তকারী কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে।