নকলা পৌর সভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) পৌর শহরের হল চত্বর থেকে জালমামুদ কলেজ, হাসপাতাল, নালিতাবাড়ী ও জোড়া ব্রীজ এলাকর রাস্তার দুই পাশ এবং উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতার পাশাপাশি এসব এলাকায় মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয়।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, ডা: মালিকা নুঝাত, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ফকর উদ্দিন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ অভিযানে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাজিমদ্দিনের নেতৃত্বে পরিচ্ছন্নকর্মীদের পরিচ্ছন্ন কাজে সহযোগিতা করেন উক্ত বিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীরা।