ঝিনাইগাতীতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার নিশ্চিতকরণে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) স্থানীয় সরকারের স্থায়ী কমিটিতে সকল জাতির অংশগ্রহণ নিশ্চিতের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই ২০২৫ শনিবার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি)-এর আয়োজনে ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামানের সভাপতিত্বে ও কোচ পরিচালনা কমিটির যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মিথুন কোচের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পরিবেশবিদ ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনউদ্যোগ শেরপুরের আবুল কালাম আজাদ, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, কোচ সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রয়েল কোচ, গ্রাম কমিটির সভাপতি অরুণ চন্দ্র কোচ। এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইপি আইইডি শেরপুর জেলার ফেলো সুমন্ত বর্মন। বক্তারা বলেন, স্থানীয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকলে প্রকৃত অর্থে গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক উদ্যোগ কামনা করেন। প্রধান অতিথি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “স্থায়ী কমিটিতে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হলে শুধু প্রতিনিধিত্বই নয়, অংশীদারিত্বও বাড়বে—যা একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শাসনের পূর্বশর্ত।” সভায় সমতল জনগোষ্ঠীর নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।