ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ২১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪, ঢাকা উত্তর সিটিতে ১৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ১১, রাজশাহী বিভাগে ৪৮ এবং রংপুর বিভাগে ৬ নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৫ হাজার ৮৯৪ রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। Related posts:করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ২৬৯৫যত বড় নেতা হোন পার পাবেন না: রাষ্ট্রপতি আব্দুল হামিদঅধ্যাপক হলেন সরকারি কলেজের ৬০৯ শিক্ষক Post Views: ৪৩ SHARES জাতীয় বিষয়: