নেত্রকোনায় ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার চকলেংগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দম্পতি হলেন—চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। পেশায় রাজমিস্ত্রি ছিলেন সোহাগ।
পুলিশের ভাষ্য, প্রায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ঝুমার বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাত ১০টার দিকে তারা রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে স্বামী-স্ত্রীর মরদেহ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে তারা আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।