যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকিরের দাফন সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫ ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজো চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়। Related posts:জামালপুরে সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধনইসলামপুরে ১০টাকা কেজি দরের ৪ হাজার ৯শ কেজি চাল উদ্ধারজাল সনদে চাকরি নেওয়ায়, মহিলা প্রভাষক গ্রেফতার Post Views: ৫৯ SHARES সারা বাংলা বিষয়: