নালিতাবাড়ীতে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে খালি স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। সূত্র জানায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের খালি জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান (ইউএনও)। স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসপরিবারে করোনা মুক্ত হলেন শেরপুরের জেলা জজ মোহাম্মদ আল মামুনশেরপুরের গাজীরখামার ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণ Post Views: ৬৪ SHARES শেরপুর বিষয়: