ভারতের আসামে ৮ বাংলাদেশি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ ভারতের আসামে ৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আসাম পুলিশের মতে, অভিযুক্ত ব্যক্তিরা মেঘালয় হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসামে প্রবেশ করেছিল এবং কাজের জন্য চেন্নাই যাচ্ছিল। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। আসামের নিউ বোঙ্গাইগাঁও রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “আমরা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য আটক করেছি। তারা স্বীকার করেছে যে, তারা বাংলাদেশের জামালপুর এলাকা থেকে এসেছে এবং কাজের জন্য চেন্নাই যাচ্ছিল। আমরা মামলা দায়ের ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি।” আটককৃতদের একজন বলেছেন, “আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি এবং নির্মাণ কাজের জন্য চেন্নাই যাচ্ছি। ভারতে এটি আমার প্রথমবার আসা এবং আমি কিছুই জানি না, আমরা এখানে কাজের জন্য এসেছি।” বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ আন্তঃসীমান্ত চলাচলে সহায়তাকারী একটি মানব পাচারকারী নেটওয়ার্কের সম্ভাব্য সম্পৃক্ততাও আসাম পুলিশ তদন্ত করছে। আটক ব্যক্তিদের নাম বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, রাহুল আমিন, মোশাররফ আলী এবং আশারুল হক। Related posts:জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদাতুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩০০নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক Post Views: ৫৪ SHARES আন্তর্জাতিক বিষয়: