ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এরদোয়ানের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।’ যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তখন এরদোয়ানের এই মন্তব্য করেন। বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধের ফলে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ চরম সংকটে। তার মন্তব্যে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে। গাজা সংকট নিয়ে এরই মধ্যে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এরদোয়ান বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক এবং তিনি এ ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘদিনের নিপীড়নের অংশ হিসেবে তুলে ধরছেন। মঙ্গলবার জনসমক্ষে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ে যারা চুপ থাকছে, তারা ইসরায়েলের এই অপরাধের অংশীদার।’ তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করা এবং খাদ্য সহায়তা পৌঁছানো। তুরস্ক গাজায় জরুরি মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত এখনই পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা। অন্যদিকে, ইসরায়েল জানায়, গাজায় তারা কেবল সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। Related posts:যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, নিহত ৪গাজায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ২০ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প Post Views: ৫৫ SHARES আন্তর্জাতিক বিষয়: