নালিতাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ আহসান হাবিব হেলাল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবিল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ১ কেজি গাঁজাসহ আহসান হাবিব হেলালকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণএনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধনশ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: