নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে : এনসিপি নেতা নাহিদ ইসলাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বির্নিমাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে।’ তিনি বলেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এসব সমস্যা দূর করতে চাই।’ Related posts:নতুন দিকনির্দেশনায় ১৪ দল এগিয়ে নিতে চান আমুআ’লীগ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না : কাদেরবিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংশ্লিষ্ট আসনে উপ-নির্বাচন হবে- তথ্যমন্ত্রী Post Views: ৫ SHARES রাজনীতি বিষয়: