জামালপুরে ৪ হাজার ইয়াবা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪ হাজার ১০ পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার ৮০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক—শাহরিয়ার আহাম্মেদ শিপু ও সাগর রহমান শাকিলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে শহরের বোষপাড়ার সাততলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজম নামের এক ব্যক্তিকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অভিযানে নগদ ২৮ হাজার ৮০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। Related posts:বকশীগঞ্জে ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে গ্রেফতারজামালপুরে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধনসরিষাবাড়ীতে সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ডেমরা থেকে প্রধান আসামি আটক Post Views: ৭৬ SHARES জামালপুর বিষয়: