মাদারগঞ্জে আ.লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া এলাকা ও চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম টিটু এবং উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম। মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, নাশকতার সংশ্লিষ্টতা থাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ নেতা নুরল ইসলামকে আদালতে সোপর্দ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যুবলীগের দুই নেতাকে বুধবার (৩০ জুলাই) আদালতে পাঠানো হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। Related posts:দেশের শতভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীবকশীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকার জয়চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরল সামিউল Post Views: ৫৭ SHARES জামালপুর বিষয়: