তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫ দীর্ঘদিন ধরে চলমান তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের ২ জন করে প্রতিনিধি রাখা হবে।’ বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আ ফ ম খালিদ হোসেন জানান, আসন্ন বিশ্ব ইজতেমা থেকে শুরু করে ২ গ্রুপের সম্পর্ক যেন শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যে কোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে। এদিকে মাওলানা সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সাদপন্থিরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তারা জানান, মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান। Related posts:বুয়েটে ভর্তি পরীক্ষা শুরুইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরুট্রেন দুর্ঘটনায় হতাহতদের সহযোগিতা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Post Views: ৬০ SHARES জাতীয় বিষয়: