ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বুধবার (৩০ জুলাই) এ দাবি করে গোষ্ঠীটি। হুতিদের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, সব অভিযান সফল হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। সূত্র: শাফাক নিউজ, সানা Related posts:আরও ৮০ ফিলিস্তিনি নিহত, গাজায় বাড়ছে অনাহারে মৃত্যুবাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রীকরোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১০৭, আক্রান্ত ৪৪ হাজার ১৩৮ Post Views: ৭৬ SHARES আন্তর্জাতিক বিষয়: