নকলায় আমন ধানের ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পাড় করছে কৃষক ও কৃষি শ্রমিকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে শুরু হয়েছে আমনের চারা রোপণের কাজ। ইতোমধ্যেই ৫০-৬০ ভাগ জমির আমন রোপণের কাজ শেষ হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই অবশিষ্ট জমির চারা রোপণের কাজ শেষ হবে বলে কৃষকরা আশা করছেন। সরজমিনে দেখা যায়, উপজেলার গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী, পাঠাকাটা, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুম উপজেলার ১৩ হাজার ১১১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্য হাইব্রিড জাতের ৭ হাজার ১৩৫ হেক্টর, উফশী জাত ৪ হাজার ৭৬৩ হেক্টর ও স্থানীয় জাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে ১ হাজার ২১৩ হেক্টর জমি। ভূরদী খদকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছাইদুল হক জানান, এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় দেড়িতে ধানের চারা রোপন কাজ শুরু হয়েছে। তবে এখন প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হওয়ায় আগামী ২-৩ সপ্তাহের মধ্য চলতি মসুমের আমন ধানের চারা রোপনের কাজ শেষ হবে বলে তারা আশা করছেন। Related posts:আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে এবার শীতলপুর মহল্লায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণনকলায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো ১২০ জন মেধাবী শিক্ষার্থীশেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ২২৮ Post Views: ৭৬ SHARES শেরপুর বিষয়: