নকলায় ফরহাদ ক্যাডেট একাডেমিতে নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার প্রদান

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ফরহাদ ক্যাডেট একাডেমিতে জুলাই মাসের নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে একাডেমির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম লিমন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, পরিচালক সজিব আহমেদ, সহকারী শিক্ষক মাহবুবুল আলম মাসুম, সহকারী শিক্ষক হাসান মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জানা যায়, জুলাই মাসে নিয়মিত উপস্থিতির ভিত্তিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট ১২ জন শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়। এতে পঞ্চম শ্রেণির পুরষ্কার প্রাপ্ত হলেন ইয়ামিনী, চতুর্থ শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আসিফ, রনক, ইলমা, শায়েবা, আলভি ও সামিরা। তৃতীয় শ্রেণীর পুরস্কারপ্রাপ্তরা হলেন, মুনতাহা, রিদি, জীবন ও শোয়াইব।
পুরস্কার বিতরণ শেষে ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম লিমন বলেন, “শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আমরা চাই, তারা দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ এবং মননশীল হয়ে গড়ে উঠুক।”
প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, “নিয়মিত বিদ্যালয়ে আসার অভ্যাস শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পরিচালক সজিব আহমেদ বলেন, “এই উদ্দীপনা পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি মাসেই এ ধরনের পুরস্কার বিতরণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও নানা ক্যাটাগরিতে পুরস্কারের পরিসর বাড়ানো হবে।