নকলায় উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহিদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, মোনাজাত ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলায় আব্দুল আজিজ এবং গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার শহিদ সফিকের কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, মোনাজাত ও বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, স্থানীয় সাংবাদিকরাসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। পরে নকলার নারায়নখোলা এলাকার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার জুলহাস মিয়ার একমাত্র ছেলে নির্মাণ শ্রমিক মো. সফিক (৩০) গত ৪ আগস্ট বিকেলে ঢাকার কাচপুর ব্রিজের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। পরে নকলার চিথলিয়া এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।