সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ দুপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব রোডে অনুষ্ঠিত এ ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।