ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ ময়মনসিংহ প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিভাগীয় ইসলামি বইমেলা। সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী প্রমুখ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী শনিবার বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের লেখক আড্ডা অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে। মেলায় ২৪টি ইসলামি পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলা শেষ হবে আগামী ১৬ ডিসেম্বর। Related posts:ময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি সমাবেশসাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬শেরপুরে ধান কাটা উৎসব কৃষক মেলা Post Views: ২১০ SHARES সারা বাংলা বিষয়: