শ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ পিকেএস দিপন : শেরপুরের শ্রীবরদীতে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ৪ সন্তানের জনক প্রতিবেশী আব্দুস ছালাম নামে এক নরপিশাচের হাতে ওই কিশোরী ধর্ষণের পর গর্ভবর্তী হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ধর্ষিতা কিশোরী ভারেরা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রাম্য শালিস হলেও এতে কোনো সুরাহা হয়নি। অবশেষে শুক্রবার বিকেলে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় চরম বিপাকে পড়েছে ধর্ষিতার পরিবার। ধর্ষিতার মা জানান, তার মেয়ে ভারেরা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। কিছুদিন আগে কাজের তাগিদে তিনি তার মেয়েকে বাড়িতে রেখে ঢাকায় যান। ওই সুযোগে রাতে প্রতিবেশী মৃত মজিদ আলীর ছেলে আব্দুস ছালাম বিয়ের প্রলোভন দিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। এতে ওই সে গর্ভবর্তী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে কয়েকদিন যাবত দফায় দফায় গ্রাম্য শালিস হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, আমরা গরিব। মাতাব্বররা আমগোর কোনো কথাই হুনে না। মেম্বার কইছে বিচার করবো। কিছুই করে নাই। আমরা ওই ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রতিবেশী শাহ আলম জানান, ঘটনাটি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও মাতাব্বররা শালিস করেছে। তবে কোনো সুরাহা হয়নি। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনের সহায়তা চাই। ওই ঘটনায় গ্রাম্য শালিসের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আনিছুর রহমান মুঠোফোনে বলেন, আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করি। তবে বৃহস্পতিবার রাতে মীমাংসা না হলে তারা যা খুশি তাই করতে পারবে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ভিকটিম ও তার মা থানায় এসেছে। এ নিয়ে একটি ধর্ষণ মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলেই আসামি গ্রেফতারে অভিযান চলবে। Related posts:শেরপুরে নারী ও পুরুষ প্রতিনিধিদের নিয়ে শালিস বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধননালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধারচরশেরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত Post Views: ২৭৯ SHARES নারী ও শিশু বিষয়: