শেরপুরে গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে অসহায়-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের বাগরাকসাস্থ ফিরোজা-মর্তুজ হাসপাতালে আয়োজিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। ওইসময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন হাজারী, সভাপতি আল আমিন রাজু, বিতার্কিক এমদাদুল হক রিপন, লাবিব হাসান স্বপন, আলমগীর আল মাসুদ হিরু, জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। Related posts:নালিতাবাড়ীতে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১তম বার্ষিক সাধারণ সভাকরোনা সংক্রমণরোধে শেরপুরে মাঠে নেমেছে সেনাবাহিনীনকলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ Post Views: ২৮৬ SHARES শেরপুর বিষয়: