ঢাকা দক্ষিণের সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে সাতজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটে প্রার্থী হতে দক্ষিণের সাতজন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাদের মনোনয়ন বৈধতা দেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন। মেয়র পদে যে সাতজন মনোয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, এনপিপির বাহরানে সুলতান বাহার ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন। উল্লেখ, দক্ষিণে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। Related posts:নূরে আলম সিদ্দিকী আর নেইএকই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপিবিএনপি-জামায়াত নাশকতা করে আন্দোলনকে এগিয়ে নিতে চায়: কাদের Post Views: ৩১৫ SHARES নির্বাচনের মাঠ বিষয়: