ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ অনলাইন ডেস্ক : দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে রহমতগঞ্জ মুসলিপ ফ্রেন্ডস সোসাইটিকেকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপ জয় করল বসুন্ধরা কিংস। একই সঙ্গে দীর্ঘদিন পর ফেডারেশন কাপে দর্শকরা পেলেন নতুন চ্যাম্পিয়ন। সর্বশেষ এ টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতবার লিগ ও স্বাধীনতা কাপজয়ী বসুন্ধরা কিংস এবার ফেডারেশন কাপ জিতে বৃত্ত পূরণ করল। এদিন, আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের ৪১ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যায় বসুন্ধরা কিংস। ডি বক্সের ডান দিক থেকে বাতাসে ভাসানো পাস দেন বিশ্বনাথ ঘোষ। অনেকটা লাফিয়ে বাঁকানো হেডে দারুণ এক গোলেলকে বসুন্ধরাকে এগিয়ে দেন অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতেই কলিনড্রেস-নাজারভ-সুফিলের দারুণ এক আক্রমণ ছিল। তবে সুফিলের হেড সহজেই লুফে নেন রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমু লিটন। উলল্টো ম্যাচের ৬৪ মিনিটে শাহেদুলের কর্নার কিক থেকে বসুন্ধরা কিংসের ডিফেন্ডারদের ওপর দিয়ে অনেকটা লাফিয়ে মাথা নিচু করা হেডে দারুণ গোলে রহমতগঞ্জকে সমতায় ফেরান গাম্বিয়ান ফুটবলার মামাে বাহ (১-১)। ম্যাচের ৭৪ মিনিটে মাঠে নামেন ইমন, সুফিলের পরিবর্তে। কিংসের খেলার গতি আরও বেড়ে যায়। ঠিক দুই মিনিট পরই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস। ৭৬ মিনিটে রহমতগঞ্জের কামারা ব্যাক পাস দেন গোলরক্ষক রাসেলকে। তিনি বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। পাশেই দাঁড়িয়ে থাকা বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিনড্রেস বল কেড়ে নিয়ে ধীরে সুস্থে গোল করেন। গোলরক্ষক পাশে দাঁড়িয়ে কেবল চেয়ে চেয়ে দেখেন। তুরায়েভ অবশ্য ডিফেন্ড করতে দৌড় দিয়েছিলেন। কিন্তু ততোক্ষণে বল জালে জড়িয়ে যায় (২-১)। এরপরও আক্রমণ-প্রতি আক্রমণ হয়। তবে গোলের দেখা পায়নি কোন দলই। টানা দ্বিতীয় ফাইনাল খেলে ফেডারেশন কাপের প্রথম শিরোপা জিতেই ঘরে ফিরে অস্কার ব্রজোনের শিষ্যরা। Related posts:বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখাবে টি স্পোর্টসনাসুম-মোস্তাফিজের তোপে ৯৩ রানেই অলআউট কিউইরাএশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলীর নাম Post Views: ১৯১ SHARES খেলাধুলা বিষয়: