শেরপুরে খ্রীষ্টান পল্লীতে যাজকীয় অভিষেক অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকার দুধনই মরিয়মনগর সাধু জর্জের খ্রীষ্টান ধর্মপল্লীতে আদিবাসী মিঠু মার্টিন ম্রং এর যাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুরে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লী মাঠে স্থানীয় মিশনের প্যারিশ কাউন্সিলের আয়োজনে এ যাজকীয় অভিষেকে মিঠু মার্টিন ম্রংকে যাজক বা ফাদার হিসেবে অভিশিক্ত করেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পণেন পল কুবি সিএসসি। অভিষেক অনুষ্ঠান শেষে আদিবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন। এ যাজকীয় অভিষেকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের খ্রীষ্টান মিশন থেকে ফাদার, সিস্টার, খ্রীষ্ট ভক্তরা অংশ নেয়। ৩ দিনব্যাপী এ যাজকীয় অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হলেও আগের দিন বৃহস্পতিবার থক্কা বা স্বাগত জানানো এবং শনিবার শেষ দিন অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী যাজকীয় অভিষেকের আনুষ্ঠিকতা শেষ হবে। Related posts:ঝিনাইগাতীতে ১০ প্রশিক্ষিত যুবক-যুবতীর মাঝে ঋণ বিতরণঝিনাইগাতীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানাশেরপুরের পুলিশ সুপারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলিজনিত সংবর্ধনা প্রদান Post Views: ২১৬ SHARES ঝিনাইগাতী বিষয়: