শেরপুরের নকলায় ৪ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ৪ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এ উপলক্ষ্যে ১৮ জানুয়ারি শনিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনাইটেড কিংডম (ইউকে)-তে সংগঠিত গ্লোবাল এইড ট্রাষ্ট, শেরপুর-বাংলাদেশ এর প্রধান নির্বাহী এ.এস.এম আশরাফ মাহমুদ উজ্জল’র অর্থায়নে এবং স্থানীয় আলহাজ্ব হায়াতুল্লাহ মুন্সী ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র গুলোর মধ্যে পুরুষদের জন্য পুরুষের গায়ের এবং মহিলাদের জন্য নারীদের গায়ের উন্নত মানের চাদর দেওয়া হয়। সমাজ সেবক আব্দুল আওয়াল লেচু মিয়ার সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার এবং অন্যান্যদের মধ্যে ইউপি সাবেক সদস্য এ.কে আজাদ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর, সমাজসেবক জুসহাস উদ্দিন, মোস্তাক আনোয়ার রাকিব, কাউসার আমীন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বৃক্ষরোপণ কর্মসূচিশেরপুরে ১৩ রমজানে, সাবেক এমপি শ্যামলীর ইফতারী পেলো সাড়ে ৬ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষশেরপুরে এবার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণ Post Views: ২৩১ SHARES নকলা বিষয়: