শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার : শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র তুলশীমালায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-পরিচালক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আল মাসুদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ফকির মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানসহ স্থানীয় রাজনীতিক ও সুধীজন উপস্থিত ছিলেন।