নাগরিক কন্ঠ ও কাজের ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

স্টাফ রির্পোটার : নাগরিক কন্ঠ ও কাজ (সিভিএ), শেরপুরের উদ্যোগে সদর উপজেলার চকসাহাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ক ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বলাইরচর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর।
এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন মোহাম্মদ ফজলুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর এপিসির ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, সিভিএ কো-অর্ডিনেটর সরোজ হিউবার্ট গ্র্যাগরী, আরটিপিসি লাইভলীহোড কর্মকর্তা মো. রুহুল আমীন, নাগরিক কন্ঠ ও কাজ (সিভিএ) শেরপুরের আহ্বায়ক মো. মুগনিউর রহমান মনি, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, লিপস মৃ, খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, বাবলি রংমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কন্ঠ ও কাজ শেরপুরের সদস্য সচিব এমদাদুল হক রিপন। সভায় সদর উপজেলার বলাইরচর ইউনিয়ন পরিষদের সামাজিক নিরাপত্তা সেবার বিভিন্ন বিষয়ের উপর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং কর্মপরিকল্পনাটি প্রদর্শনের জন্য প্যানেল চেয়ারম্যানের হাতে প্রদান করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের সহায়তায় ‘সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নাগরিক কন্ঠ ও কাজ আয়োজিত সভায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভিডিসি, শিশু ফোরাম ও বিভিন্ন অংশীদার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সিভিএ কোর টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।