ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। মক্সলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলীকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট, লজিস্টিকস বিভাগ) কাজী হানিফুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা জোন হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। Related posts:রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই : হুইপ স্বপনআমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: ওবায়দুল কাদেরনতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন Post Views: ২৮০ SHARES জাতীয় বিষয়: