নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী আর নেই

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী (৭৫) আর নেই (ইন্নালিল্লাহেৃ.রাজেউন)। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার সূত্রে, তিনি গত ২২ ফেব্রুয়ারী অসুস্থ হলে ময়মনসিংহ স্বদেশ হাসপাতলে নেওয়া হলে পরে সেখানে তিনি মৃত্যু বরন করেন। আজ ২৪ ফেব্রুয়ারী তার নিজ গ্রামের বাড়ী কাওাকুড়ি চৌরাস্তা বাজার মাদরাসায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাযা অনুষ্ঠিত হয়। তিনি সাবেক রুপনারায়নকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
তার মৃত্যুতে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।