নালিতাবাড়ীতে ইয়াবা ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আকরাম হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে দেড় বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, গঠিত মাদক বিরোধী ট্রাস্ক ফোর্স রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে অভিযান চালায়। ওইময় আকরাম হোসেনকে ২২ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে অভিযানিক দল। এসময় তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ওইসময় সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।