জামালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নানা রকম কর্মসূচী পালন করে।

৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহ-সভাপতি অজয় কুমার পাল, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক শামীমা খান প্রমুখ।