মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল, আক্রান্ত ৪ লাখ ৭১ হাজার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : প্রতি মুহূর্তে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই ভাইরাসের বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে; আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৩৬৩ জনে। করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২১ হাজার ২৯৪ জন। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৪২ জন। ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়েছে সারবিশ্বে। বাংলাদেশে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয় ৮ মার্চ। Related posts:কঙ্গোতে গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলা, নিহত ১৪ইমরান খানের পদত্যাগ দাবিতে উত্তাল পাকিস্তানইসলামবিদ্বেষ মোকাবিলায় ঐক্যের ডাক এরদোয়ানের Post Views: ২৬০ SHARES আন্তর্জাতিক বিষয়: