শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন বাবুর নিজ উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন বাবু। ২৬ এপ্রিল রোববার সকাল ১১টায় ইমরান হোসেন বাবু নিজ উদ্যোগে ডুবারচর মাজার প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে ডুবারচর বাজারের ইশান এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন বাবু এমন সংকটময় ও মহামারী সময়ে ওইসব মানুষের পাশে এগিয়ে এসেছেন। রোববার সকাল ১১টায় ডুবারচর মাজার এলাকার ৬০ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে প্রত্যেককে ৩ শত করে টাকা বিতরণ করেন ইমরান হোসেন বাবু। নগদ অর্থ বিতরণ কালে এসময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন লেবু, সমাজসেবক মজনু মিয়া, আওয়ামীলীগ নেতা মীরজত আলী, মোবারক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ঝিনাইগাতীতে গৃহবধুকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Post Views: ২৯৫ SHARES শেরপুর বিষয়: