সাভারে জিনের সাথে সজল-পূজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ বিনোদন প্রতিবেদক : থ্রিলার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন নাদের চৌধুরী। ‘জিন’ নামের এই সিনেমায় জুঁটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও পূজা চেরি। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও ঢাকার অদূর সাভারের আমিন বাজারে সিনেমারটির শুটিং করছেন নায়ক-নায়িকা কলাকুশলীরা। ছবিতে সজল-পূজা ছাড়া আরও একটি জুটি রয়েছে। তারা হলেন রোশান ও পিয়া বিপাশা। আমিন বাজারে ছবিটির টানা দশ দিন শুটিং চলবে। এরপর বিরতি দিয়ে টাঙ্গাইল এবং মানিকগঞ্জে ছবির শুটিং হবে। পরিচালক নাদের চৌধুরী জানিয়েছে, ইসলাম ধর্মে জিন সম্পর্কে জিন সম্পর্কে বলা আছে। সিনেমাটির গল্পে তেমনটিই দেখা যাবে। ছবির গল্পে বেশ কিছু চমকও থাকছে। সজল বলেন, ‘জিন’ জাজের ছবি। খুব ভালো গল্পে নির্মিত হচ্ছে। গল্প ভালো বলেই চুক্তিবদ্ধ হয়েছি। মন দিয়ে কাজটি করতে চাই। শুরুটা বেশ ভালোই হয়েছে আশা করছি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’ সজল অভিনীত প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’। সবশেষ রান আউট সিনেমায় দেখা যায় তাকে। এদিকে পূজা এরই মধ্যে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘প্রেম আমার ২’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। Related posts:শাহরুখকে টার্গেট করে ফাঁসানো হয়েছে : মমতামডেল সাদিয়া নাজের ঝুলন্ত লাশ উদ্ধারফর্সা হতে ১০টি তরমুজ খেয়ে ফেললেন জাহিদ হাসান Post Views: ২৫৬ SHARES বিনোদন বিষয়: